Home আন্তর্জাতিক ভারতের আইআইটির ক্যাম্পাসে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতের আইআইটির ক্যাম্পাসে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে

Share
Share

ভারতের অন্যতম শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) খড়গপুর ক্যাম্পাসে আবারও অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ছাত্রের।

শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় সময় দুপুরে বিশ্ববিদ্যালয়টির রাজেন্দ্র প্রসাদ (আরপি) হলের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় চতুর্থ বর্ষের এই ছাত্রের মরদেহ । চলতি বছর এই ক্যাম্পাসের চতুর্থ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এটি।

ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুসারে, প্রয়াত এই ছাত্রের নাম ঋতম মণ্ডল (২১)। কলকাতার বাসিন্দা ঋতম আইআইটি খড়গপুরে যন্ত্র প্রকৌশল বিভাগে (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) চতুর্থ বর্ষে পড়াশোনা করছিলেন। গত বুধবারই গ্রীষ্মকালীন ছুটি শেষে ক্যাম্পাসে ফিরেছিল ঋতম। বৃহস্পতিবার থেকে আবার তাদের  ক্লাস শুরু হয়েছে। এছাড়া, তার কক্ষ থেকে উদ্ধার করা হয়নি কোনও সুইসাইড নোট।

গত বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর নিজের ঘরে ফিরে যান তিনি। সহপাঠীরা কেউ তার আচরণেও কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। সহপাঠীরা জানান, শুক্রবার সকালে তার দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় প্রথমে তারা ডাকাডাকি করেন। কোনো সাড়া না মেলায় ক্যাম্পাসের পুলিশ আউটপোস্ট এবং নিরাপত্তা রক্ষীদের জানানো হয় বিষয়টি।

পরে দুপুর প্রায় ১২টা নাগাদ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন ঋতম। আইআইটির এক কর্মকর্তা জানান, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আইআইটি ও স্থানীয় পুলিশ প্রশাসন মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে তদন্তকারীরা জানান।

এর আগে, চলতি বছর জানুয়ারিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার কার হয় তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র শাওন মালিকের মরদেহও। এরপর ২০ এপ্রিল অস্বাভাবিক মৃত্যু হয় সমুদ্র প্রকৌশল বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র অনিকেত ওয়াকারের। ৪ মে আবার তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আসিফ কামার নিজের ঘরে মারা যান। পর পর এমন কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ এবং মানসিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা ছাত্রদের মানসিক চাপ ও সহায়তার অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিলেন । সেই প্রেক্ষিতে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ হোস্টেলে বিভিন্ন উদ্যোগ চালু করেছে।

যার মধ্যে রয়েছে হোস্টেলের প্রতিটি কক্ষের দরজায় কাউন্সেলিং ক্যালেন্ডার এবং QR(বারকোড) কোড সংযোজন , যাতে শিক্ষার্থীরা চাপ বা হতাশার মুখোমুখি হলে সহজেই স্ক্যান করে ক্যাম্পাসে থাকা কাউন্সেলরদের কাছ থেকে গোপনে সাহায্য নিতে পারে।

এছাড়া, সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘ক্যাম্পাস মাদারস’ নামেও একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে ছাত্রছাত্রীদের মানসিক বিষয়ে পরামর্শ ও সহানুভূতি দিয়ে সহায়তা করেন নারী শিক্ষক ও কর্মীদের একটি দল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাংলা সাহিত্যের হীরকখণ্ড ছিলেন হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের এক প্রগাঢ় আলোকবর্তিকা, হুমায়ূন আহমেদ, আজও বহমান এক নদীর মতো বয়ে চলেছেন পাঠকের হৃদয়ে। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার মোহনগঞ্জে জন্ম...

চাপাতি হাতে পুলিশের সামনে দিয়েই হেঁটে গেল ছিনতাইকারী

রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঘটেছে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। সিসিটিভি বা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে নয়, সরাসরি...

Related Articles

আধুনিক যুগের সবচেয়ে ব্যয়বহুল চুমুর মূল্য কত?

আমেরিকার বোস্টনের ঝলমলে এক সন্ধ্যায় কোল্ডপ্লে কনসার্টে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। মঞ্চে...

ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ১১৬ ফিলিস্তিনি

ইসরায়েলের নারকীয় তাণ্ডবেগাজায় প্রাণ হারিয়েছে  আরও ১১৬ ফিলিস্তিনি। শনিবার (স্থানীয় সময়) দিনভর  চালানো এ হামলায় আহত হয়েছেন শতাধিক মানুষ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এদিন রাফায় ত্রাণকেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের ওপর হয়  আইডিএফনির্বিচারে গুলিবর্ষণ করে। এতে প্রাণ যায় অন্তত ৩৮ জনের। দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল-হাওয়া এলাকায় আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন। রামাল্লার কাছে একটি...

পাকিস্তানে ভয়াবহ বন্যা , নিহত হয়েছেন ২০২ জন

চলতি বছরে জুনের শেষ দিকে শুরু হওয়া বর্ষা মৌসুমে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন...

ময়মনসিংহে প্রাইভেটকারের চাপায় নিহত মাদ্রাসার মুহতামিম

ময়মনসিংহের নান্দাইলে একটি প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন মাহমুদুল হাসান মামুন নামে এক...