সিলেট-তামাবিল সড়কের হরিপুরে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে সাড়ে তিন কোটি টাকা মূল্যের চোরাই পণ্য। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সহযোগিতায় এসব পণ্য জব্দ করা হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক । তিনি জানান, জৈন্তাপুর উপজেলার হরিপুরে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। অভিনব কায়দায় এসব ভারতীয় কসমেটিকস সামগ্রী ট্রাকে লোড করে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা।
বিজিবি অধিনায়ক নাজমুল হক আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।
Leave a comment