Home জাতীয় ব্যাংকে ঋণ হিসাবের তুলনায় পাঁচ গুণ বাড়ল আমানত হিসাব
জাতীয়

ব্যাংকে ঋণ হিসাবের তুলনায় পাঁচ গুণ বাড়ল আমানত হিসাব

Share
Share

দেশের ব্যাংক খাতে ঋণগ্রহীতার সংখ্যা যতটা বাড়ছে, আমানতকারীর সংখ্যা তার চেয়ে অনেক বেশি গতিতে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ব্যাংকে নতুন আমানত হিসাব খোলা হয়েছে ২৪ লাখ ৫৯ হাজার ২৮৯টি, যা ওই সময়ের ঋণ হিসাব খোলার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি। একই সময়ে ঋণ হিসাব বেড়েছে মাত্র ৫ লাখ ১৫ হাজার ৪২১টি।

মার্চের শেষে দেশের ৬১টি তফসিলি ব্যাংকে গ্রাহকের মোট হিসাব দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৭ লাখ ৬ হাজার ৮২১টি। অন্যদিকে, ঋণ হিসাবের সংখ্যা মাত্র ১ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ২৩০টি। এতে স্পষ্ট যে, দেশের ব্যাংকিং খাতে আমানতকারীর তুলনায় ঋণগ্রহীতার সংখ্যা অপ্রতুল। একটি হিসাব অনুযায়ী, প্রতিটি ঋণ হিসাবের বিপরীতে রয়েছে প্রায় ১২টি আমানত হিসাব।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের মার্চের শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৫০৫ কোটি টাকায়, যা ডিসেম্বর শেষে ছিল ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। অপরদিকে, একই সময়ে ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১২ হাজার ৬১৮ কোটি টাকা, যা ডিসেম্বরে ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮৭৮ কোটি টাকা। তিন মাসে আমানত বেড়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা, আর ঋণ বেড়েছে ২৯ হাজার ৭৪০ কোটি টাকা।

তবে মাথাপিছু হিসাবে দেখা যাচ্ছে, মার্চ শেষে প্রতিটি গ্রাহকের গড় আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৯ টাকা, যা ডিসেম্বরে ছিল ১ লাখ ১৫ হাজার ৩৯০ টাকা। অন্যদিকে মাথাপিছু ঋণের পরিমাণ কমেছে। ডিসেম্বরে যা ছিল ১৩ লাখ ১ হাজার ৭৫০ টাকা, মার্চ শেষে তা নেমে এসেছে ১২ লাখ ৭৩ হাজার ৯৬৩ টাকায়। অর্থাৎ ৩ মাসে মাথাপিছু ঋণ কমেছে প্রায় ২৮ হাজার টাকা।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এমন পরিস্থিতি উদ্বেগজনক। অধিকাংশ মানুষ ব্যাংকে অর্থ জমা রাখলেও ঋণ পাচ্ছেন গুটিকয়েক মানুষ। এতে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে এবং ঋণ বিতরণের কাঠামোয় অসাম্য তৈরি হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ঋণ ও আমানত উভয় ক্ষেত্রেই নগর ও গ্রামীণ অঞ্চলের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। মার্চ পর্যন্ত শহরাঞ্চলে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৫ লাখ ৭৫ হাজার ৮৯৮ কোটি টাকা, যেখানে গ্রামের পরিমাণ মাত্র ১ লাখ ৩৬ হাজার ৭২১ কোটি। শহর থেকে সংগৃহীত আমানতের পরিমাণও অনেক বেশি—১৬ লাখ ২২ হাজার ১৫৭ কোটি টাকা, যেখানে গ্রামাঞ্চলের আমানত ৩ লাখ ১ হাজার ৩৪৭ কোটি।

গবেষকরা বলছেন, শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম শহরকেন্দ্রিক হওয়ায় এবং ব্যাংক শাখার অবস্থানও শহরমুখী হওয়ায় এই বৈষম্য আরও প্রকট হয়েছে। পাশাপাশি, দেশের অর্ধেকের বেশি মানুষ এখনো ব্যাংক ব্যবস্থার বাইরে রয়ে গেছেন, যা আর্থিক অন্তর্ভুক্তির চিত্রকে প্রশ্নবিদ্ধ করে।

বিশেষজ্ঞদের মতে, ব্যাংকে আমানতের পরিমাণ বাড়লেও ঋণ বিতরণে সাম্যতা না এলে অর্থনীতি কাঙ্ক্ষিত গতিতে এগোবে না। বিশেষ করে গ্রামাঞ্চলে বিনিয়োগ প্রবাহ বাড়ানো না গেলে সার্বিক উন্নয়নে ভারসাম্য আসবে না।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৮ নভেম্বর পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী ৮ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন। এর আগে ৬ নভেম্বরের নির্ধারিত সফরটি স্থগিত করে ৮ নভেম্বর পুনঃনির্ধারণ...

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ভারতের তেলেঙ্গানায় শেভেলা মন্ডলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গারেড্ডি জেলার ওই এলাকায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত...

Related Articles

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিহত ৫ জনের দাফন সম্পন্ন

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ নারীর দাফন সম্পন্ন হয়েছে কুমিল্লার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লরিচালকের

চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাকের পেছনে রডবোঝাই লরির সংঘর্ষে মো. নুরু মিয়া (৪০)...

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন রাজমিস্ত্রি আলাউদ্দীন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দীন শেখ (৩৫) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক...

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, লড়বেন হবিগঞ্জ-১ আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ...