Home জাতীয় গণ–অভ্যুত্থানের পর আশ্রয়প্রার্থীদের তালিকা প্রকাশ করল সেনাবাহিনী
জাতীয়

গণ–অভ্যুত্থানের পর আশ্রয়প্রার্থীদের তালিকা প্রকাশ করল সেনাবাহিনী

Share
Share


২০২৪ সালের জুলাই–আগস্টে ঘটে যাওয়া ছাত্র–জনতার অভ্যুত্থান ও সে-পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় নেওয়া মোট ৬২৬ জন ব্যক্তির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তালিকাটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা, পুলিশ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, বিচারক, বিশ্ববিদ্যালয় কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ঐ সময়কার সংকটময় পরিস্থিতিতে জীবন রক্ষা করাই ছিল মুখ্য বিবেচ্য। হঠাৎ করে উদ্ভূত সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, মব জাস্টিস, লুটপাট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে গেলে অসংখ্য ব্যক্তি নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁদের অনেকেই প্রাণ বাঁচাতে সেনানিবাসে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন। এই প্রসঙ্গে সেনাবাহিনীর ব্যাখ্যা, সেনানিবাসে আশ্রয় চাওয়া ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের সুযোগ সে মুহূর্তে সীমিত ছিল, তাই মানবিক বিবেচনায় তাঁদের জীবনরক্ষা প্রথম অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়।
তালিকায় দেখা যায়, ওই সময় মোট ৬২৬ জন ব্যক্তি সেনানিবাসে আশ্রয় নেন। এদের মধ্যে রয়েছেন ২৪ জন রাজনৈতিক নেতা, ৫ জন বিচারক, ১৯ জন প্রশাসনিক কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, ৫১ জন পরিবারসহ নারী ও শিশু এবং একজন এনএসআই সদস্য। পরে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে অধিকাংশ ব্যক্তি এক–দুই দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন। তাঁদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ থাকায় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
আইএসপিআর জানায়, গত বছরের ১৮ আগস্ট সেনানিবাসে আশ্রয় নেওয়া ১৯৩ জন ব্যক্তির একটি প্রাথমিক তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং বিষয়টি তৎকালীন সময়ে নিষ্পত্তি হয়। এরপরও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা কিছু মহল থেকে চলছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিচালিত—এমন অভিযোগ তুলে সংস্থাটি সবাইকে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের পাশে থাকার ক্ষেত্রে সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সঙ্গে অঙ্গীকারবদ্ধ। সেই ধারাবাহিকতায় এবারের তালিকা প্রকাশের মধ্য দিয়ে সেনাবাহিনী পরিস্থিতি স্বচ্ছ করার পাশাপাশি, গুজব ও মিথ্যা প্রচার রোধে বাস্তব তথ্য উপস্থাপন করল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে ময়লা...

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগীবাড়ি-বুড়িতলা এলাকায়...

Related Articles

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩১১

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে,...

ককটেল বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির ৬৫ নেতার অব্যাহতি

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে দায়ের করা মামলায়, তদন্ত শেষে...

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, দুইজন আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া এক কিশোরের অর্ধগলিত মরদেহ...

টাঙ্গাইলে দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে মাত্র সোয়া দুই ঘণ্টার ব্যবধানে ছেলের পর মারা গেছেন তার...