Home জাতীয় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া
জাতীয়

কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

Share
Share

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি সোমবার (৫ মে) ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “যে বিমানে তিনি লন্ডনে গিয়েছেন—কাতারের রয়েল অ্যাম্বুলেন্স—সেই বিশেষ বিমানে করেই তিনি দেশে ফিরবেন।” তিনি জানান, এখনো নির্দিষ্ট সময় ঠিক হয়নি, কারণ এটি নির্ভর করছে কিছু কারিগরি ও প্রশাসনিক বিষয়ের ওপর। সময় নিশ্চিত হলে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, খালেদা জিয়া রোববার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ফিরবেন। তবে এখন নিশ্চিতভাবে বলা হচ্ছে, কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি ফিরবেন।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। তাঁর শারীরিক অবস্থার কথা জানতে পেরে কাতারের আমির ব্যক্তিগত উদ্যোগে একটি বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স বরাদ্দ দেন। রাজকীয় এই সহায়তার মাধ্যমে তিনি লন্ডনে যান এবং এখন সেই বিমানে করেই ফিরছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভালো। সঙ্গে করে ফিরছেন তাঁর দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

খালেদা জিয়ার দেশে ফেরার দিন তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, “স্বাভাবিকভাবেই চার মাস পর নেত্রীকে দেখতে পেয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে আবেগ থাকবে। আমরা সবাই তাঁকে শৃঙ্খলার মধ্য দিয়ে স্বাগত জানাব। যানজট সৃষ্টি না করে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সড়কের পাশে দাঁড়াব আমরা।”

এ লক্ষ্যে শনিবারই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে একটি যৌথ সভা হয়েছে। সভায় অভ্যর্থনা কার্যক্রম সফল করতে নির্দেশনা দেওয়া হয়।

দেশজুড়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে খালেদা জিয়ার ফেরাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি দেখা গেছে। নেত্রীর ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও আলোচনার নতুন গতি পেয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন। নিহতের পরিবারকে সহায়তার অংশ হিসেবে এই...

ক্যারিবিয়ানে ঘূর্ণিঝড় মেলিসার প্রভাব,৩০ জনের মৃত্যু

ক্যারিবিয়ান অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় ‘মেলিসা’র প্রভাবে কমপক্ষে ৩০ জন নিহত এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। জ্যামাইকা ও হাইতিতে ব্যাপক বন্যা ও জলোচ্ছ্বাসের...

Related Articles

ঢাকায় হোটেল থেকে উদ্ধার সিলেটের নিখোঁজ চার শিশু

সিলেট থেকে ছয় দিন আগে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানী ঢাকার শাহজাহানপুর...

বান্দরবানে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল ফজিলাতুননেসার

পরিবার নিয়ে পাহাড় দেখতে যাচ্ছিলেন তারা—কিন্তু আনন্দযাত্রা পরিণত হলো শোকে। চট্টগ্রামের পটিয়ায়...

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. সামাদ মোল্যা (২২) নামে এক কলেজ শিক্ষার্থী গলায়...

ঝালকাঠিতে অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু

ঝালকাঠি শহরের পুরাতন কলেজঘাট এলাকায় অতিরিক্ত মদ পানে সুমন হাওলাদার (৪৫) নামে...