Home বিজ্ঞান মঙ্গলে বিশেষ কাঠামো কি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ
বিজ্ঞান

মঙ্গলে বিশেষ কাঠামো কি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ

Share
Share

 

মঙ্গল গ্রহ, একসময় কেবল বিজ্ঞান কল্পকাহিনির কেন্দ্রবিন্দু হলেও এখন তা গবেষণা আর প্রযুক্তির শীর্ষ আগ্রহের স্থান। লাল এই গ্রহ নিয়ে চলমান কল্পনা ও গবেষণার জগতে নতুন মাত্রা যোগ করেছে কিছু অদ্ভুত গঠন ও কাঠামোর ছবি, যেগুলোর উৎস এবং উদ্দেশ্য ঘিরে বিজ্ঞানী ও গবেষকদের মাঝে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সম্প্রতি মার্কিন গবেষণা সংস্থা “দ্য কাইডোনিয়া ইনস্টিটিউট”-এর প্রতিষ্ঠাতা জর্জ জে. হাস তার নতুন বই দ্য গ্রেট আর্কিটেক্টস অব মার্স’-এ দাবি করেছেন, মঙ্গল গ্রহের পৃষ্ঠে দেখা অদ্ভুত সব কাঠামো আসলে একটি বিলুপ্ত প্রাচীন সভ্যতার নিদর্শন। তিনি বইটিতে মঙ্গল গ্রহের বিভিন্ন অঞ্চলের চিত্র বিশ্লেষণ করে দেখিয়েছেন, কীভাবে এই কাঠামোগুলো পৃথিবীর প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের সঙ্গে মিলে যায়।

২০১১ সালে নাসার মার্স রিকনেসান্স অরবিটার মঙ্গলের লিবিয়া মন্টস অঞ্চলে একটি বিশাল কাঠামোর ছবি তোলে, যা চাবির মতো দেখতে। একদিকে গোল মাথা, অন্যদিকে লম্বা দণ্ড। দূর থেকে তা বিশাল বিস্ময় চিহ্নের মতো দেখা যায়। জর্জের মতে, এটি জাপানের কোফুন সমাধির নকশার সঙ্গে বেশ মিলে যায়।

২০০২ সালে পাওয়া আরেকটি ছবিতে দেখা যায়, এক বিশাল আগ্নেয়গিরির মুখটি অনেকটা টিয়াপাখির চোখ ও ঠোঁটের মতো। সঙ্গে পালক মেলে দেওয়া ডানার মতো গঠনও রয়েছে। এটি ‘প্যারোটোপিয়া’ নামে পরিচিতি পেয়েছে গবেষকদের মধ্যে। হাসের ভাষায়, এটি প্রকৃতির সৃষ্টি নয়, বরং একটি নিখুঁত শিল্পকর্ম।

মঙ্গল গ্রহের এলিসিয়াম অঞ্চলে একটি তিন পার্শ্বযুক্ত পিরামিডের মতো গঠন পাওয়া যায়, যা ‘সাগান পিরামিড’ নামে পরিচিত। এটি প্রথম ১৯৭২ সালে মেরিনার ৯ মহাকাশযানের মাধ্যমে ধারণ করা হয়। কার্ল সাগান নিজে এই গঠনকে উল্লেখ করেছিলেন এক বিশেষ আকর্ষণ হিসেবে।

দক্ষিণ গোলার্ধের আটলান্টিস চ্যাওস অঞ্চলে দেখা যায় একটি শহর সদৃশ বিন্যাস। খাড়া পার্শ্ববিশিষ্ট স্তূপ ও মালভূমির এই বিন্যাস দেখে মনে হয়, এটি কোনো বৃহৎ স্থাপত্য কাঠামোর ধ্বংসাবশেষ। পৃথিবীর সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের নির্জন অঞ্চলের ধ্বংসপ্রাপ্ত শহরের সঙ্গে এটির চেহারা প্রায় এক।

নেপেন্থেস মেনসে অঞ্চলে দেখা গেছে এক তারকা আকৃতির পাঁচ বাহুবিশিষ্ট গঠন, অনেকটা বিশাল স্টারফিশ বা দুর্গের মতো। জর্জের মতে, এটি কোনো ত্রিকোণ দুর্গের নকশা ছিল, যা আজ ধূলিসাৎ।

তবে এই সব কাঠামোর বাস্তবতা নিয়ে বিজ্ঞানীমহলে দ্বিমত রয়েছে। লিংকন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী রবিন ক্রেমার মনে করেন, এটি ফেস প্যারেডোলিয়ার প্রতিফলন—অর্থাৎ মস্তিষ্ক পাথরের আকৃতিতে চেনা মুখ বা অবয়ব খুঁজে পেতে চায়। ফলে বাস্তবে যা নিছক একগুচ্ছ শৈলচিত্র, তা কল্পনায় রূপ নেয় শহর, ভাস্কর্য বা পিরামিডে।

যা-ই হোক, মঙ্গলের এই অদ্ভুত সব গঠন ও ছবি আবারও প্রশ্ন তুলেছে—আমরা কি মহাবিশ্বে একা?
আর যদি একা না-ই হই, তাহলে এই রহস্যময় কাঠামোগুলোর নির্মাতা কারা? উত্তরের অপেক্ষায় আছে গোটা মানবজাতি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর,  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  আগামী বৃহস্পতিবার (১৫ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে প্রস্তুত...

আজ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

জুলাই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার দাখিল করবে তদন্ত...