হিজবুল্লাহ, গুঞ্জন উড়িয়ে দিয়ে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিয়েছে । সেই সাথে লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব, আগ্রাসন ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনায় না বসার বার্তাও দিয়েছে গোষ্ঠীটি। শনিবার (১৯ এপ্রিল) বার্তাসংস্থা এপি’র এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
টেলিভিশনে সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে নাঈম কাশেম(গোষ্ঠীটির প্রধান ) বলেন, নিরস্ত্রীকরণ শব্দটিই তাদের ডিকশনারিতে নেই। হুঁশিয়ারি দেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কেউ হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাইলে কঠোর জবাব দেয়া হবে।
লেবাননের হিজবুল্লাহকে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যতগুলো প্রক্সি গ্রুপ রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয় । গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে তেলআবিবের সাথে যুদ্ধেও জড়িয়েছিল গোষ্ঠীটি।
গত নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি তুলে আসছে ইসরায়েল ও তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনের ইঙ্গিত দিচ্ছে লেবাননের মার্কিন সমর্থিত নতুন সরকারও।
এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে যে অস্ত্র সমর্পণে রাজি হিজবুল্লাহ, সেইসাথে আগ্রহী সরকারের সাথে আলোচনায়ও।
তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম সাফ জানিয়ে দিলেন, তার সংগঠন অস্ত্র সমর্পণ করবে না ।
দাবি করেন, তাদের অস্ত্রের কারণেই লেবাননের সার্বভৌমত্ব রক্ষা সম্ভব হচ্ছে। তবে তেলআবিব চুক্তি লঙ্ঘন করলেও ভাষণে শর্ত মেনে চলার অঙ্গীকার করেন তিনি।
এর আগে জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৭১ জনের মৃত্যু হয়েছে লেবাননে।
Leave a comment