
মৌলভীবাজারে ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হামলা, জোড়া খুন এবং সহিংসতার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে বড়হাট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি আত্মগোপনে ছিলেন। বর্তমানে তিনি জেলহাজতে আছেন এবং তদন্তের জন্য তাঁর রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আনিসুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তাঁর বিরুদ্ধে সবচেয়ে আলোচিত মামলা হলো ২০১৭ সালের ৭ ডিসেম্বর মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে জোড়া খুনের মামলা। সেই মামলায় তিনি অন্যতম আসামি।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগেও তাঁর নাম রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান।
মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মিনহাজ উদ্দিন জানিয়েছেন, আনিসুলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই রিমান্ড চাওয়া হবে।
Leave a comment