ভারতে বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল বাতিলের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী ২৩ এপ্রিল, বুধবার ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের দিকে এই গণমিছিল করা হবে।
শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বৈঠকে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেন, ভারতের ওয়াক্ফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় আইন ও অধিকার হরণ করে। বিজেপি সরকার দীর্ঘদিন ধরে উগ্র হিন্দুত্ববাদীদের দিয়ে দেশজুড়ে মুসলিম নিধন চালাচ্ছে এবং এ বিলে মুসলমানদের ব্যক্তিগত ও ওয়াক্ফকৃত সম্পত্তি দখলের চক্রান্ত করা হচ্ছে।
দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসূফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Leave a comment