Home আঞ্চলিক এক আসনেই বিএনপির মনোনয়ন চান বাবা-ছেলে
আঞ্চলিকজাতীয়বিএনপিরাজনীতি

এক আসনেই বিএনপির মনোনয়ন চান বাবা-ছেলে

Share
Share

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউজের অবস্থানও এই আসনে।

এ আসন থেকেই (তখন ছিল চট্টগ্রাম-৮) ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে সংসদ-সদস্য হন আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও চারবারের সংসদ-সদস্য ও বিএনপির সাবেক বাণিজ্যমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ আসনের মনোনয়নপ্রত্যাশী।

এছাড়া আমির খসরুর ছেলে ইসরাফিল মাহমুদ চৌধুরীও বিএনপি থেকে এ আসনের মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। যেহেতু আমির খসরু মাহমুদ চট্টগ্রাম-১০ আসন থেকেও মনোনয়ন চাইছেন এবং এ আসনে মনোনয়ন পেলে চট্টগ্রাম-১১ আসন ছেলের জন্য ছেড়ে দেবেন। এছাড়া ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় ভোটের মাঠে তাদের থাকা-না-থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে আগেভাগেই চট্টগ্রামের ১৬ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ আসনে জামায়াত থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর শফিউল আলমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে তিনিও জনসংযোগ শুরু করেছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত প্রার্থীর তোড়জোড় দেখা যাচ্ছে বেশি।

বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, চট্টগ্রাম-১১ আসনে এখন পর্যন্ত আমির খসরুর কোনো বিকল্প নেতা নেই। তিনি ২০০১ সালে বিএনপি সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন। এ আসনের নাড়িনক্ষত্র তার জানা। তবে তার পৈতৃক নিবাস নগরীর উত্তর কাট্টলী এলাকায়। এটি এখন চট্টগ্রাম-১০ আসনের অন্তর্ভুক্ত। সেখানেও তিনি মনোনয়ন চাইবেন। এ দুটি আসনের যেখানেই আমির খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হোক, জয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিত নেতাকর্মীরা।

এদিকে একই আসনে আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীও বিএনপি থেকে মনোনয়ন চাওয়ার কথা রয়েছে। গত ২৮ মার্চ চট্টগ্রামে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আমির খসরুর সঙ্গে ছেলে ইসরাফিল খসরুও উপস্থিত ছিলেন। ভোটযুদ্ধে অংশ নিতে এরই মধ্যে মাঠে নেমেছেন ইসরাফিল খসরু।

বিএনপির পররাষ্ট্র উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি কখনো ক্ষমতা বা জনপ্রতিনিধিত্ব করার বিষয়টি চিন্তা করে কোনো কাজ করিনি। ব্যক্তিগতভাবে কিছু পাওয়ার ইচ্ছা নিয়েও কাজ করিনি। সবসময় কাজ করেছি দল ও মানুষের স্বার্থে। এক্ষেত্রে দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে অবশ্যই সেটি সৌভাগ্যের হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বগুড়ায় উদ্ধার হয়েছে অপহৃত তিন শিক্ষার্থী

সেনাবাহিনী বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে আটক করা হয়েছে। শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে...

রাজধানীতে গৃহকর্মীসহ উদ্ধার করা হয়েছে তিনজনের ঝুলন্ত মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদায় এক গৃহকর্মীসহ উদ্ধার করা হয়েছে তিনজনের ঝুলন্ত মরদেহ। এসব মরদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের...

Related Articles

তিন মাস পর বিএসএফ নিহত যুবকের মরদেহ ফেরত দিলো

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত ওয়াসিম আকরাম (২৮)-এর মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী...

বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই- গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করে বলেছেন, বিএনপি আন্দোলনে...

খিলগাঁওয়ে উদ্ধার হয়েছে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

খবর পাওয়া গেছে,রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় তানিশা আক্তার লাইজু (২১) নামে অনার্স পড়ুয়া...

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতেছেন প্রবাসী বাঙালি বেলাল

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি নাগরিক লটারি ড্রয়ে জিতে...