Home জাতীয় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, বাংলাদেশের অবস্থান ১৮১তম
জাতীয়

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, বাংলাদেশের অবস্থান ১৮১তম

Share
Share

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্ট সম্প্রতি প্রকাশিত ‘নোমাড পাসপোর্ট ইনডেক্স ২০২৫’-এ এ তথ্য জানানো হয়েছে। সূচকে বাংলাদেশ পেয়েছে ১৮১তম স্থান, যা আগের বছরের তুলনায় এক ধাপ উন্নত হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৮২তম।
তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের পাসপোর্টধারীরা বিশ্বের ১৭৬টি দেশে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। দেশটির মোট স্কোর ১০৯। অন্যদিকে, বাংলাদেশের স্কোর ৩৮। এই স্কোর অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৫০টি দেশে এই সুবিধা পান।
অন্য সূচকগুলোর মতো শুধুমাত্র ভিসা সুবিধার ভিত্তিতে নয়, নোমাড পাসপোর্ট ইনডেক্স তৈরি হয়েছে মোট পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে। এগুলো হলো:
১) ভিসামুক্ত ভ্রমণের সুযোগ (৫০%)
২) করব্যবস্থা (২০%)
৩) বৈশ্বিক গ্রহণযোগ্যতা বা ধারণা (১০%)
৪) দ্বৈত নাগরিকত্বের সুযোগ (১০%)
৫) ব্যক্তিগত স্বাধীনতা (১০%)
এই মানদণ্ডগুলোর ভিত্তিতে নির্ধারিত স্কোর অনুযায়ী প্রতিটি দেশের নাগরিকত্বের ‘প্রকৃত মূল্য’ নির্ধারণ করা হয়, যা অভিবাসন ও আন্তর্জাতিক চলাচলের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূচকের শীর্ষ দশে থাকা দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডের পরে রয়েছে সুইজারল্যান্ড ও গ্রিস (যৌথভাবে দ্বিতীয়), এরপর যথাক্রমে পর্তুগাল, মাল্টা, ইতালি, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড ও আইসল্যান্ড। সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ড বাদে সবার অবস্থান ইউরোপে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থানেও বৈচিত্র্য রয়েছে। বাংলাদেশের আগেই আছে ভূটান (১৪০তম), ভারত (১৪৮তম), শ্রীলঙ্কা (১৬৮তম) ও নেপাল (১৮০তম)। বাংলাদেশের পরে রয়েছে মিয়ানমার (১৮২তম) ও পাকিস্তান (১৯৫তম)। তালিকার একেবারে নিচে রয়েছে আফগানিস্তান, যার স্কোর ২৭।
এই সূচক বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নাগরিকত্ব ও আন্তর্জাতিক চলাচলের স্বাধীনতা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রিটিশ দুই আইনপ্রণেতাকে আটক করল ইসরায়েল

ইসরায়েল যুক্তরাজ্যের আইনসভার দুই সদস্যকে আটক করেছে ।ব্রিটিশ আইনসভার একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে তারা ইসরায়েল সফরে গিয়েছেন। তবে তাদের কোনো কার্যালয়ে ঢুকতে দেয়নি...

মোদি সরকারের মুসলমানবিরোধী পদক্ষেপ হচ্ছে ওয়াকফ বিল : আসিফ নজরুল

গত বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে। যাকে কেন্দ্র করে এখন ক্ষোভে ফুঁসছে ভারতের মুসলামনরা।  এর প্রভাব পড়েছে বাংলাদেশেও । এই...

Related Articles

গাজায় চলমান বর্বরতার প্রতিবাদে, নরসিংদীতে অর্ধলক্ষ মানুষের বিক্ষোভ

নরসিংদীতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অর্ধলক্ষাধিক মানুষের...

ইসরাইলি হামলার প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে হচ্ছে না ক্লাস ,পরীক্ষা

ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলার করছে । এতে দীর্ঘ থেকে দীর্ঘতর...

ছেলের দায়ের কোপে মারা গেলেন মা!

ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বড় ছেলের দায়ের কোপে ছোট ছেলের পর অবশেষে গুরুতর...

হাসিনার লজ্জা করে তাই লাইভে চেহারা দেখায় না: কর্নেল অলি

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি...