Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন আহত বা নিহত হচ্ছে অন্তত ১০০ শিশু: জাতিসংঘ
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন আহত বা নিহত হচ্ছে অন্তত ১০০ শিশু: জাতিসংঘ

Share
Share

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ইসরায়েল ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে প্রতিদিন গাজায় কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে।
গতকাল শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। গাজা সিটির আল–আহলি হাসপাতালের পরিচালক জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালটিতে আর কোনো জায়গা অবশিষ্ট নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৮৬ জন এবং আহত হয়েছেন ২৮৭ জন।
হামাস সতর্ক করে জানিয়েছে, ইসরায়েল যেসব এলাকাকে নতুন করে উচ্ছেদের লক্ষ্যে চিহ্নিত করেছে, সেসব স্থানে অবস্থানরত বন্দীদের অর্ধেকের বেশি এখন চরম ঝুঁকির মধ্যে আছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫০,৬০৯ জন এবং আহত হয়েছেন ১,১৫,০৬৩ জন। অন্যদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন, যাঁদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি অভিযানে নতুন করে নিহত হয়েছেন ১,২৪৯ জন এবং আহত হয়েছেন ৩,০২২ জন। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, এবং ইসরায়েল আবারও বড় আকারে হামলা চালাচ্ছে গাজার বিভিন্ন অঞ্চলে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রিটিশ দুই আইনপ্রণেতাকে আটক করল ইসরায়েল

ইসরায়েল যুক্তরাজ্যের আইনসভার দুই সদস্যকে আটক করেছে ।ব্রিটিশ আইনসভার একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে তারা ইসরায়েল সফরে গিয়েছেন। তবে তাদের কোনো কার্যালয়ে ঢুকতে দেয়নি...

মোদি সরকারের মুসলমানবিরোধী পদক্ষেপ হচ্ছে ওয়াকফ বিল : আসিফ নজরুল

গত বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে। যাকে কেন্দ্র করে এখন ক্ষোভে ফুঁসছে ভারতের মুসলামনরা।  এর প্রভাব পড়েছে বাংলাদেশেও । এই...

Related Articles

ইসরাইলি হামলা সাংবাদিকদের তাঁবুতে, নিহত ১

ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সাংবাদিকদের তাঁবুতে হামলা চালিয়েছে । এতে এক সাংবাদিক...

গ্রেপ্তার এড়াতে নেতানিয়াহু ৪০০ কিমি ঘুরে যুক্তরাষ্ট্রে গেছেন

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও মিডল ইস্ট আই সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে...

সৌদির সমর্থন পেলেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র!

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। সম্প্রতি পরমাণু কর্মসূচি...

হামাসের রকেট হামলায় কাঁপল ইসরায়েল, আহত ৩

হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদাদ শহরে রকেট হামলা চালিয়েছে ।...