Home জাতীয় ভারতে মোগল শাসক আওরঙ্গজেবকে ঘিরে বিতর্কের উত্তাপ
জাতীয়

ভারতে মোগল শাসক আওরঙ্গজেবকে ঘিরে বিতর্কের উত্তাপ

Share
Share

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর শহর এক ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষের সাক্ষী হয়েছে। মোগল শাসক আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর শহরের বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়া হয়, দোকানপাট ভাঙচুর করা হয়, এবং বহু মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন। পুলিশ অভিযান চালিয়ে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে, যাদের বেশিরভাগই মুসলিম বলে অভিযোগ উঠেছে।
গত ১৭ মার্চ নাগপুরের মহল এলাকায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও আরও কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় একদল বিক্ষোভকারী সবুজ কাপড়ে মোড়ানো আওরঙ্গজেবের কুশপুত্তলিকা পুড়িয়ে দেয়। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন গুজব ছড়িয়ে পড়ে যে ওই সবুজ কাপড়ে পবিত্র কোরআনের আয়াত লেখা ছিল। এতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, এবং ইফতার ও মাগরিবের নামাজের পর বিক্ষোভ শুরু হয়।
সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর নাগপুরের একাংশে কারফিউ জারি করা হয়। আইনজীবী আসিফ কুরেশির অভিযোগ, নিরীহ মুসলিমদেরও গ্রেপ্তার করছে পুলিশ। এক মুসলিম বাসিন্দা আসলাম বলেন, ‘আমি কিছু করিনি। কিন্তু পুলিশ যখন আমার দরজায় আসবে, তখন তারা শুধুই আমার পরিচয় দেখবে।’
মোগল সম্রাট আওরঙ্গজেব (১৬৫৮-১৭০৭) ভারতীয় ইতিহাসের অন্যতম প্রভাবশালী শাসক ছিলেন। কিন্তু বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদীরা তাঁকে ধর্মান্ধ শাসক হিসেবে চিত্রিত করে। তাঁদের দাবি, আওরঙ্গজেব অসংখ্য মন্দির ধ্বংস করেছেন এবং হিন্দুদের উপর বৈষম্যমূলক কর আরোপ করেছেন।
তবে ইতিহাসবিদ অড্রে ট্রুসকি বলেন, আওরঙ্গজেব শুধুই ধর্মীয় কারণে শাসন করেননি, বরং ক্ষমতা কেন্দ্রীভূত করার স্বার্থে অনেক কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর শাসনামলে বহু হিন্দু নেতা মোগল প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন, যা প্রমাণ করে যে তিনি কেবল ধর্মের ভিত্তিতে রাজনীতি করেননি।
বিশ্লেষকরা বলছেন, বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো নির্বাচনের আগে আওরঙ্গজেবকে ইস্যু বানিয়ে ভোটের মেরুকরণ করতে চায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস বলেন, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা চাভা হিন্দুদের মধ্যে আওরঙ্গজেববিরোধী মনোভাব উসকে দিয়েছে।
আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে আন্দোলন আরও জোরালো হচ্ছে, এবং নাগপুরের সংঘর্ষ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, অতীতের ঘটনাগুলোকে হাতিয়ার করে বর্তমান রাজনীতি পরিচালিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বিঘ্নিত হতে পারে।
নাগপুরের বাসিন্দা দত্ত শিরকে বলছিলেন, ‘এখন প্রতিবেশীর ওপরও ভরসা রাখা কঠিন হয়ে গেছে। কেউ জানে না, পরবর্তী হামলা কোথায় হবে।’
ইতিহাস কি শুধুই অতীতের অধ্যায়, নাকি রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত এক শক্তিশালী অস্ত্র? ভারতে আওরঙ্গজেব বিতর্ক সেই প্রশ্নকেই সামনে নিয়ে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ধ্বংসের মহামারি: আরব বিশ্ব কেন নীরব?

গাজায় এখন কেবল আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপ আর আর্তনাদের প্রতিধ্বনি। প্রতিদিন হাজার হাজার বোমার আঘাতে বিধ্বস্ত হচ্ছে শহর, ঝরছে নিরীহ প্রাণ। শিশুদের খেলার...

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যা, পালানোর সময় ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় এক মর্মান্তিক পারিবারিক সংঘর্ষের ঘটনায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন, আর পালানোর সময় মাঠে পড়ে গিয়ে মারা গেছেন সেই ছেলে। রবিবার...

Related Articles

হসপিটালে তামিমকে দেখতে গিয়েছেন সাকিবের বাবা-মা

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার  তামিম ইকবালকে...

অপপ্রচার, ভুল তথ্য ও গুজবে বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান

ঢাকার সেনানিবাসে সোমবার অনুষ্ঠিত ‘অফিসার্স অ্যাড্রেসে’ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বললেন, “সেনাবাহিনী দেশের...

তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, দ্রুত সুস্থতার লক্ষণ

হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের...

আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাবাহিনীর প্রধান...