Home আন্তর্জাতিক ট্রাম্পের হুঁশিয়ারি: আদালত যেন তাঁর কাজে বাধা না দেয়
আন্তর্জাতিক

ট্রাম্পের হুঁশিয়ারি: আদালত যেন তাঁর কাজে বাধা না দেয়

Share
Share

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাঁর প্রশাসনের কাজে বাধা দেওয়া বন্ধ করতে হবে। বৃহস্পতিবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বিচার বিভাগের সমালোচনা করেন।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার কয়েক শ নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে এল সালভাদরে পাঠানোর ঘটনায় আদালতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ এই বহিষ্কার কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন আদালতের আদেশ উপেক্ষা করে অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিয়েছে এবং আগামী মঙ্গলবারের মধ্যে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে।
ট্রাম্প প্রশাসন বলছে, বহিষ্কৃত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অনিয়মিত যুদ্ধ’ চালাচ্ছিলেন এবং তাদের কারাগারে রাখার জন্য মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সঙ্গে চুক্তি হয়েছে। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন দ্রুত এই বহিষ্কার কার্যক্রম চালায়, যা সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক করেন এবং বলেন, বিচার বিভাগের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলে অভিশংসন কোনো সমাধান নয়। আদালতের আদেশ মান্য করা বাধ্যতামূলক।
বৃহস্পতিবার ট্রাম্প আদালতের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশকে রক্ষা করা হবে, আদালত যেন এই পথে বাধা সৃষ্টি না করে।’ তাঁর মতে, বিচারকদের ‘অতি পক্ষপাতমূলক আচরণ’ যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে।
জেমস বোসবার্গ ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, আগামী মঙ্গলবারের মধ্যে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই লাখ টাকায় খুনি ভাড়া করেন জা, হত্যাকাণ্ডে ৪ জন অংশ নেন

কুমিল্লার বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসী বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে দুই লাখ টাকা চুক্তিতে খুন করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত...

গাইবান্ধায় অস্ত্র-মাদকসহ আটক হয়েছে ৪ জন

সেনাবাহিনী গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও ল্যাপটপসহ আটক করেছে ৪ জন শীর্ষ সন্ত্রাসীকে।  গোবিন্দগঞ্জ শহরের হীরকপাড়া এলাকায় শুক্রবার রাত ৯টা...

Related Articles

ইরাকে বিশেষ অভিযানে নিহত হয়েছে ১২ তুর্কি সেনা

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ইরাকে একটি গুহায় অনুসন্ধান অভিযানের সময় মিথেন...

ইরানের হামলায় ঘরছাড়া হয়েছে ১৫ হাজার ইসরায়েলি

ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ঘরবাড়ি হারিয়েছেন ১৫ হাজার ইসরায়েলি । ওই...

ইরান থেকে সাড়ে ৪ লাখ আফগান দেশে ফিরেছেন: জাতিসংঘ

গত জুন মাসের শুরুতে ইরান থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান...

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে।...