বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে স্থানীয় জনতা তাকে ধরে মারধর করে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম সুজন (২৪)। তিনি পেশায় একজন অটোচালক এবং জিয়ানগর এলাকায় ভাড়া থাকতেন। তার বিরুদ্ধে অভিযোগ, শুক্রবার (১৪ মার্চ) দুপুরে তিনি পাশের বাসার চার বছরের এক শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলার পর থেকেই সুজন আত্মগোপনে ছিলেন। তবে শনিবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে এলাকায় দেখতে পেয়ে ধাওয়া করে এবং ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। রাত ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম গণপিটুনিতে সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছিল। তবে আইনের হাতে সোপর্দ করার আগে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে এবং গণপিটুনি দেয়, যা কোনোভাবেই আইনসিদ্ধ নয়।”
ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকেরা পর্যবেক্ষণ করছেন।
এদিকে, গণপিটুনির ঘটনায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণকে আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে
Leave a comment