ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ্ আল মিলনের (২৬) বিরুদ্ধে এক কলেজছাত্রীকে (১৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় আবদুল্লাহ্ আল মিলনসহ তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার অন্য দুই আসামি হলেন রবিউল ইসলাম (৩৪) ও সোহেল শেখ (৩৩)।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। তবে ছাত্রদল নেতা মিলন তাঁদের সম্পর্কের বাধা হয়ে দাঁড়ান। বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার দুপুরে তরুণী মিলনের বাড়িতে যান। সেখানেই মিলন তাঁকে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মিলন পালিয়ে যান।
ঘটনার পর রাতেই ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ্ আল মিলন দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন বলেন, ‘ঘটনার একটি ভিডিও পেয়েছি এবং ফেসবুকেও দেখেছি। এটি ষড়যন্ত্র না সত্য, তা খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর রশীদ বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a comment