কুমিল্লার লালমাই উপজেলার আটিটি গ্রামে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। স্থানীয়ভাবে তারা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কর্মী হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে হিরন খন্দকার (৩৯) ও মো. শহীদুল্লাহ রাসেল (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লালমাই আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মাহাদী।
অভিযানকালে হিরনের বাড়ি থেকে ৬০ পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৯ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন লালমাই থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবদল নেতা খন্দকার ফরিদ আহমেদ বলেন, “আটক হওয়া দুজনই যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম।”
তবে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “আটকদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, তা জানা নেই। মাদকসহ আটক দুইজনকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে, আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।”
Leave a comment