২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান।
বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সহযোগিতা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের ভূমিকা এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে আইসিটির কার্যক্রম, এর আইনি কাঠামো ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করে জাতিসংঘের সাম্প্রতিক তদন্তের প্রসঙ্গ তুলে ধরেন ড. ইউনূস। তিনি বলেন, এক হাজার ৪০০ শিক্ষার্থী, বিক্ষোভকারী ও শ্রমিকদের হত্যার নির্দেশদাতা ও মূল অপরাধীদের পরিচয় বিশ্ববাসীর জানা উচিত।
টবি ক্যাডম্যান আইসিটির আইনি কাঠামো সংশোধন, বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার পরামর্শ দেন। বিশেষ করে, আদালতের নাম পরিবর্তন, মৃত্যুদণ্ড সংক্রান্ত নীতিমালা সংস্কার এবং প্রমাণ গ্রহণের মান উন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে আরও আলোচনা হয়—সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা, আগের সরকারের আমলে লুট হওয়া সম্পদ বাজেয়াপ্ত ও দেশে ফিরিয়ে আনার আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া, এবং বিচারের স্বচ্ছতা ও মানবাধিকারের নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিষয়ে।
Leave a comment