নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সাপাহারগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি মাইক্রোবাসসহ কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নজিপুর-সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার মানাষী ও করমজাই এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ডাকাতরা সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড তৈরি করে। এতে দুই পাশে বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে বাসের দরজা-জানালা দিয়ে ঢুকে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। একইভাবে মাইক্রোবাসসহ আরও কয়েকটি যানবাহনে ডাকাতি চালানো হয়।
এ ঘটনায় এখনো পর্যন্ত পত্নীতলা থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Leave a comment