নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কামাল ব্যাপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কামাল ব্যাপারী একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় গান বাজানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা কামালকে এলোপাথাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a comment