Home রাজনীতি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হবে আওয়ামী লীগকে: উপদেষ্টা মাহফুজ আলম
আওয়ামী লীগরাজনীতি

নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হবে আওয়ামী লীগকে: উপদেষ্টা মাহফুজ আলম

Share
Share

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাঁর মতে, নির্বাচন হবে শুধুমাত্র বাংলাদেশপন্থী দলগুলোর মধ্যে, যেখানে সমান সুযোগ ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে প্রতিযোগিতা হবে।

শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিরোধী, ফ্যাসিবাদী দলগুলোকে নির্বাচনে কোনো স্থান দেওয়া হবে না।

মাহফুজ আলম আরও বলেন, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, শ্রমিক, নারী এবং আলেম-ওলামা—যাঁরা সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী, তাঁরা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি দাবি করেন, এই নির্বাচনের মাধ্যমে একটি বৈষম্যহীন, ন্যায়ের ভিত্তিতে শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের লক্ষ্য গুম, খুন, ধর্ষণের বিচার করা, বিচারহীনতার সংস্কৃতি দূর করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করা। গত ১৬ বছরে যা সম্ভব হয়নি, আমরা সেটি বাস্তবায়ন করব।”

এই আয়োজনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহীউদ্দীন ফারুক, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ছাত্র-জনতাও এই আলোচনা সভায় সক্রিয়ভাবে অংশ নেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেহবাজ শরিফ ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে।

রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়েছেন।  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া...

আমেরিকান জিম্মিকে মুক্তির ঘোষণা দিয়েছে হামাস।

যুক্তরাষ্ট্রের তত্ত্বাধানে কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে স্বাধীনতাকামী শাসক দল হামাস ইতিবাচক পদক্ষেপ নিয়েছে । শান্তি চুক্তিতে...

Related Articles

ছুরিকাঘাতে নিহত হয়েছে ঢাবি ছাত্রদল নেতা সাম্য

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের...

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম পৌঁছেছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম...

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে না

অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো...

দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের...