স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে। এই জয়ের মাধ্যমে বার্সা ১৫তম বার সুপার কাপ শিরোপা ঘরে তুলল। রিয়ালের শুরুর দাপট দ্রুতই ফিকে হয়ে যায় বার্সার অসাধারণ পারফরম্যান্সের সামনে।
ম্যাচের শুরুতে মাত্র ৫ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপে দুর্দান্ত এক গোল করে রিয়ালকে এগিয়ে দেন। বার্সার রক্ষণভাগকে পরাস্ত করে এমবাপের একক নৈপুণ্যে গোলটি আসে। তবে এই লিড রিয়াল ধরে রাখতে পারেনি।
২২ মিনিটে লামিনে ইয়ামাল চমৎকার একটি গোল দিয়ে বার্সাকে সমতায় ফেরান। এরপর বার্সার আক্রমণ ছিল থেমে যাওয়ার মতো নয়। ১৪ মিনিটের ব্যবধানে রবার্ট লেভানডভস্কি পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পরেই রাফিনহা এবং আলেয়ান্দ্রো বালদে দুই গোল যোগ করেন, প্রথমার্ধ শেষ হয় ৪-১ স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনহা তার দ্বিতীয় গোল করেন। ৫-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। তবে গোলরক্ষক ওজসিয়েক শেজনির লাল কার্ডের কারণে বার্সাকে নতুন গোলরক্ষক ইনাকি পেনাকে মাঠে নামাতে হয়। রিয়াল এই সুযোগ কাজে লাগিয়ে রদ্রিগোর বাঁক খাওয়া ফ্রি-কিক থেকে একটি গোল শোধ করে।
ম্যাচ জুড়ে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ বারবার ভেঙে পড়ে। বার্সার আক্রমণাত্মক খেলায় রিয়ালের ডিফেন্ডার এবং গোলরক্ষক থিবো কুর্তোয়া কিছু সময় সেরা চেষ্টা করলেও বারবার পরাস্ত হয়েছেন।
রিয়ালের ভুল এবং বার্সার আক্রমণাত্মক খেলার সমন্বয়ে ম্যাচটি বার্সার জন্য একতরফা হয়ে ওঠে। দারুণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা ঘরে তোলে বার্সেলোনা, আর রিয়াল মাদ্রিদকে মাঠ ছাড়তে হয় হতাশা নিয়ে।
এই জয় বার্সেলোনার জন্য শুধু শিরোপা জয়ের নয়, রিয়ালের বিপক্ষে নিজেদের আধিপত্য প্রমাণ করারও এক দুর্দান্ত উদাহরণ।
Leave a comment