জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম শনিবার ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক সেমিনারে সরকারের চাঁদাবাজি, সিন্ডিকেট এবং দমন-পীড়ন নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “হাসিনার দোসররা দেশের মানুষকে দীর্ঘ ১৬ বছর ধরে অত্যাচার করেছে। তার শাসনে হাজারো পরিবার উৎখাত হয়েছে। এখন সময় এসেছে প্রতিবাদ করার। আমরা কাউকে ছাড়ব না।”
২০১৩ সালের শাপলা চত্বরে ঘটনার শহীদদের স্মরণ এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে সারজিস আলম বলেন, “চাঁদাবাজি, দখলবাজি এবং সিন্ডিকেটের কারণে দেশের মানুষ অতিষ্ঠ। পণ্যের দাম বাড়ছে, আর কেউ এ বিষয়ে কিছু বলছে না। আমাদের বুক টান করে প্রতিবাদ করতে হবে।”
তিনি আরও বলেন, “আগামীতে কেউ ফ্যাসিবাদী পথে হাঁটবে কিনা, তা আমাদের বর্তমান ভূমিকার ওপর নির্ভর করবে। ২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের লড়াই হবে মানুষের জন্য, বাংলাদেশের জন্য।”
সেমিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফর রহমান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদী, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। শহীদ ১৫টি পরিবারের সদস্যদের মধ্যে অনুদান বিতরণ এবং জাগরণী সংগীত পরিবেশনার মাধ্যমে সেমিনারটি শেষ হয়।
সারজিস আলমের বক্তব্য দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিবাদী চেতনার নতুন বার্তা দিয়েছে।
Leave a comment