বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুঁড়ির নয়াবস্তিতে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের সময় তার নাম রাখা হয় ‘শান্তি’, পরে মেঝ বোন সেলিনা ইসলাম পুতুলের মতো শিশুর নাম রাখেন ‘পুতুল’।
শৈশব ও শিক্ষা জীবন
শৈশবের কিছু সময় জলপাইগুঁড়িতে কাটানোর পর তার পরিবার দিনাজপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। কলেজে অধ্যয়নরত অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৬৫ সালে তিনি স্বামীর কর্মস্থল পশ্চিম পাকিস্তানে চলে যান।
মুক্তিযুদ্ধকালীন সময়
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রামে কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি। পরে দুই সন্তানকে নিয়ে ঢাকায় আসেন এবং ২ জুলাই পাকিস্তানি সেনারা তাদের আটক করে। দীর্ঘদিন বন্দি থাকার পর ১৬ ডিসেম্বর মুক্তি পান।
রাজনীতিতে পদার্পণ
১৯৮১ সালের ৩১ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপির নেতাকর্মীদের আহ্বানে রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। ১৯৯১ সালে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশে মোট তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক সংগ্রাম ও বন্দিদশা
খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে অন্তত ১১ বার গ্রেফতার হয়েছেন। ওয়ান ইলেভেন পর্বে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নানা মামলায় কারাবন্দি হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবাস শুরু হয় তার। ২০২০ সালের মার্চে করোনা পরিস্থিতিতে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও উন্নত চিকিৎসার সুযোগ পাননি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরদিন রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান তিনি। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ হলেও রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন।
জন্মদিনের কর্মসূচি
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিন ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচি হয়েছে । দলীয় বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের কেক কাটাসহ কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
                                                                        
                                                                        
                            
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment