মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কেলি ম্যাক আর নেই। দেশটির জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এর মাধ্যমে পরিচিত পান এ অভিনেত্রী। আমেরিকার সিনসিনাটিতে গত ২ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৩৩ বছর।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্নায়ুতন্ত্রের বিরল টিউমার গ্লিওমায় আক্রান্ত ছিলেন কেলি। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি তাকে। তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।
‘দ্য ওয়াকিং ডেড’-এর সহ-অভিনেত্রী আলান্না ম্যাস্টারসন বলেন, “কেলি ছিল এক অসাধারণ মানুষ। কেলির পরিবার জানিয়েছে, “এক উজ্জ্বল ও অনুপ্রাণনাদায়ী প্রাণ আজ আমাদের ছেড়ে গেছে। তার উষ্ণতা ও সৃজনশীলতা আমরা সবসময় মনে রাখব।”
১৯৯২ সালের ১০ জুলাই জন্ম নেওয়া কেলি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। বিজ্ঞাপনে কাজের মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু হয়। এরপর বিভিন্ন টিভি সিরিজ ও শর্ট ফিল্মে নিয়মিত কাজ করেছেন তিনি।
‘দ্য ওয়াকিং ডেড’-এর পাশাপাশি ‘শিকাগো মেড’ এবং ‘৯-১-১’ সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। অভিনয়ের বাইরে তিনি প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন। কেলি ৩৫টিরও বেশি প্রজেক্টে অভিনয় করেন এবং ৫টি প্রজেক্ট প্রযোজনা করেন।
Leave a comment