ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অনুপ্রবেশের অভিযোগে তিন নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজন নারীও রয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে , রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে শনিবার ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আগরতলা রেলওয়ে স্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশিদের গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন, ঢাকার বাসিন্দা কামরুন নেসা চট্টগ্রামের মোহাম্মদ ইসমাইল হোসাইন ও মোহাম্মদ নুর হোসাইন।
Leave a comment