Home জাতীয় অপরাধ হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড
অপরাধআইন-বিচারআওয়ামী লীগজাতীয়রাজনীতি

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

Share
Share

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফরাজানা হক এই আদেশ দেন।

এদিন দুপুরে সিআইডির পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা খান মো. এরফান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। এর আগে, ১৭ আগস্ট গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত নাসির উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে আন্দোলনে অংশ নেন আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। সেখানে নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখিত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান শরীফ আর নেই

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় শনিবার দিবাগত...

সবজির দাম ২৬ শতাংশ বেশি, বাজারে বাড়ছে ভোগান্তি

ঢাকার বাজারে আবারও চড়া সবজির দাম সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর আগস্ট মাসে...

Related Articles

চট্টগ্রামে এতিমখানার রান্নাঘর থেকে মাছ-মাংস চুরি, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড এলাকার একটি এতিমখানায় রান্নাঘরের টিন কেটে মাছ-মাংস...

ডিবি আমাকে হুদাই ৩২ টা দিন ভিতরে রাখে নাই, আজকে বাপ পোলা একসাথে ভিতরে: প্রত্যয় হিরণ

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতারকে ঘিরে ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ ফেসবুকে...

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা , স্বামী আটক

সিরাজগঞ্জে পারিবারিক বিবাদে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পালানোর চেষ্টা করলে...

ঢাকায় জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর...