বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তবে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারাই আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে—ইনশাআল্লাহ।”
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সেই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। “এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ আমরা আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছি এবং দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার শপথ নিয়েছি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মির্জা ফখরুল বলেন, বিজয় দিবসে দলের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন গণতন্ত্রের আন্দোলনকে আরও গতিশীল করবে বলে দল আশাবাদী।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
Leave a comment