Home আন্তর্জাতিক সৌদি আরব ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে
আন্তর্জাতিক

সৌদি আরব ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে

Share
Share

দেশটির আইনশৃঙ্খলা বাহিনী, সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে  । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে২০ এপ্রিল গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন স্থানে চালানো নিরাপত্তা অভিযানে মোট ২০ হাজার ৬৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১২ হাজার ৩৭২ জন আবাসন আইন, ৪ হাজার ৭৫০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন। সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অংশ নেয় এ অভিযানে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ২৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়াও, অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করায় আরও ৯৩ জন প্রবাসী এবং অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের দায়ে সৌদিতে বসবাসরত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে মোট ৩২ হাজার ৪১৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে ৩০ হাজার ৩৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারী।

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৪ হাজার ৮১১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ করতে সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সময়ে আরও ২ হাজার ৯৩৬ জনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ২৩৫ জনকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্কতা জারি করে আসছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে গোলাগুলি, দু’দিনে নিহত ৭

দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চার মাস পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত রোববার থেকে শুরু হওয়া সংঘাতে অন্তত...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ মঙ্গলবার ০৯ ডিসেম্বর, ২০২৫ ইং। ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ বাংলা। ১৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ২২ দিন বাকি রয়েছে।...

Related Articles

দশ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা চালু  করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে দ্রুত নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী বিদেশিদের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু...

কঠোর নিরাপত্তায় আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশ, উত্তেজনা চরমে

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার মধ্যেই প্রায় দুই শতাধিক...

মিয়ানমারের হাসপাতালে বিমান হামলা: নিহত কমপক্ষে ৩১

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে...

মালয়েশিয়ায় দুই অভিযানে ৪৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৬...