সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ফরহাদ হাসান সানী (৪৫)। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে স্থানীয় সময় সন্ধ্যার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদ হাসান সানী পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলিয়া গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়ার ছেলে। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে তিনি সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার তানহা ও প্রিন্স নামে দুই শিশু সন্তান রয়েছে। নিহতের ছোট ভাই, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু ব্যক্তিগত ফেসবুক পোস্টে বড় ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a comment