নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় মেঘনার শাখা নদীর খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ইয়ামিন (৫) এবং নুসাইবা (৫)। ইয়ামিন বারদী ইউনিয়নের সালাউদ্দিনের ছেলে এবং নুসাইবা শাহ আলীর মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির উঠানে খেলছিল ইয়ামিন ও নুসাইবা। কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুরু হয় খোঁজাখুঁজি। এর কিছুক্ষণ পর পাশের খালে ইয়ামিনের লাশ ভেসে ওঠে। আধা ঘণ্টা পর একই স্থানে পাওয়া যায় নুসাইবার লাশ।
ইয়ামিনের দাদি জাহানারা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ওরা দুইজন একসঙ্গে খেলছিল। অনেকক্ষণ দেখা না পেয়ে আমরা খুঁজতে থাকি। তারপরই খালে ভাসতে দেখি ইয়ামিনকে। কিছুক্ষণ পর নুসাইবার লাশও পাওয়া যায়।”
নিহত নুসাইবার বাবা শাহ আলী বলেন, “আমার মা খোঁজতে গিয়ে খালে লাশ ভাসতে দেখেন। ওরা সবসময় একসঙ্গে থাকত, আজও তাই হলো। দুজনেই আমাদের থেকে চিরতরে চলে গেল।”
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “খালে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা দাফন সম্পন্ন করেছেন।”
বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, শিশুদের সাঁতার শেখানো এবং বাড়ির পাশের জলাশয়গুলোর চারপাশে সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
Leave a comment