খুকুমনি (১৩) ,পঞ্চগড় সদর উপজেলার মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী । স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে পরিবারকে সামলানোর। কিন্তু এক কঠিন রোগে আক্রান্ত হয়ে সেই স্বপ্ন থমকে গেছে।
খুকুমনি দীর্ঘদিন পেট ব্যথায় ভুগছিল । শুরুতে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়েও রোগ নির্ণয় সম্ভব হয়নি। অবশেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. খন্দকার মনিরুল আলম রাসেল তার প্যানক্রিয়াটাইটিস রোগ শনাক্ত করেন।
চিকিৎসক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন, লাগবে প্রায় পাঁচ লাখ টাকা।
তবে এমন এক পরিবারে খুকুমনির জন্ম, যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাই কঠিন। তার বাবা খোকন মিয়া একজন দরিদ্র দর্জি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও টিবিতে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন তিনি নিজেও। সব জমিজমা বিক্রি করে এতদিন মেয়ের চিকিৎসা চালিয়েছেন। এখন আর কোনো পথ খোলা নেই।
খুকুমনি বলেন, আমার অনেকদিন ধরে পেট ব্যথা, তাও স্কুলে যেতাম। এখন আর পারি না। ডাক্তার বলেছেন, তাড়াতাড়ি অপারেশন না করালে আরো খারাপ হয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করছি—দয়া করে সাহায্য করুন। আমি আবার স্কুলে যেতে চাই।
তার মা ইতি আক্তার বলেন, আমরা যা কিছু ছিল সব শেষ করে চিকিৎসা করেছি মেয়ের। এখন আর কিছুই নেই। আল্লাহর রহমতে যদি মানুষ একটু সহযোগিতা করে, হয়তো মেয়েটা আবার বাঁচতে পারবে।
সহপাঠী রিয়া বলেন,খুকুমনি আমার বান্ধবী। সে নিয়মিত স্কুলে যেতো, এখন আর যেতে পারে না। সবাই মিলে যদি একটু সহযোগিতা করে তাহলে সে আবার আমাদের সঙ্গে ক্লাসে বসতে পারবে।
খুকুমণির প্রতিবেশী আশিক হাসান বলেন, খুকুমনি একজন মেধাবী ছাত্রী। এই অসহায় মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সরকারের প্রতি আহ্বান জানাই।
Leave a comment