সুদানের উত্তর করদোফানের আল লুয়াইব গ্রামে সোমবার (৩ নভেম্বর) একটি জানাজায় ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সোমবার অন্ত্যেষ্টির যে তাঁবুতে নারী, শিশু ও বৃদ্ধসহ গ্রামবাসী প্রার্থনা করছিলেন, সেটিকে নিশানা করে হামলা চালানো হয়। । রোদঝলমলে শান্ত দুপুরে হামলার শব্দে মুহূর্তেই পরিবেশ ধোঁয়া, আগুন এবং আর্তনাদে পূর্ণ হয়ে ওঠে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামে আতঙ্ক এবং মৃত্যুর ছায়া নেমে এসেছে।
প্রাদেশিক সরকার এই হামলাকে বেসামরিকদের ওপর আরএসএফের মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার ব্যবস্থা করতে। তারা অভিযোগ করেছেন, এই বাহিনী পূর্বে থেকেই বহুবার নিরস্ত্র মানুষের ওপর হামলা চালাচ্ছে।
এর আগে আরএসএফ আল ওবেইদ শহরে হামলার ঘোষণা করেছিল এবং স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করার পরামর্শ দিয়েছিল। সম্প্রতি তারা উত্তর করদোফানের বারা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে আরএসএফ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, অক্টোবরের শেষ দিকে উত্তর ও দক্ষিণ করদোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো এর নিন্দা জানিয়ে পুনরায় সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
Leave a comment