ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় টানা এক সপ্তাহের বিশেষ অভিযানে প্রায় দুই কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১ ডিসেম্বর (সোমবার) থেকে ৭ ডিসেম্বর (রোববার) রাত পর্যন্ত বিভিন্ন স্পটে পরিচালিত এ যৌথ অভিযানে বিপুল পরিমাণ শাড়ি, কম্বল, শালচাদর, কসমেটিকস, ওষুধ, খাদ্য সামগ্রীসহ গরু, সিএনজি ও পিকআপ গাড়ি জব্দ করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়। বিজিবির টহল দল উপস্থিত হওয়ায় চোরাকারবারীরা মালপত্র ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে—শাড়ি, কম্বল ও শালচাদর কসমেটিকস ও ওষুধ, আতশবাজি, গরু, সিএনজি ও পিকআপ গাড়ি, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৭৩ লাখ টাকা ।
জব্দ হওয়া সব ভারতীয় পণ্য ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এমন বিশেষ অভিযান চলমান থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a comment