একই দিনে পুকুরে ডুবে সীতাকুণ্ডে মৃত্যু হয়েছে দুই শিশুর। নিহত দুই শিশু নাম হল- নেহাল (২) ও মাইশা (৬)। সৈয়দপুর ইউনিয়ন এবং ২ নম্বর বারৈয়ারঢালা ইউনিয়নে তাদের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে , শিশু নেহাল রোববার (২২ জুন) দুপুর ১২টার দিকে সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুরে তার নানার বাড়ি সালামত উল্লাহ সারাং বাড়িতে বেড়াতে যায়।
পরে নেহাল সবার অজান্তে খেলারত অবস্থায় বাড়ির পিছনের একটি পুকুরে পড়ে ডুবে যায়। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর, এক পযার্য়ে তাকে পুকুরে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু নেহাল ওই এলাকার দুলাল মেম্বার বাড়ির প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র পুত্র ।
নেহালের মামা মিনহাজ উদ্দিন পায়েল বলেন, আমার বোন অন্যান্য দিনের মত তার একমাত্র ছেলেকে নিয়ে এ বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে বাড়ির পিছনের পুকুরে পড়ে সে পানিতে ডুবে যায় । এরপর পুকুরে নেমে খোঁজ করলে কিছুক্ষণ পর তাকে পুকুরে পাওয়া যায় ।
অন্যদিকে একইদিন বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় জান্নাতুল মাইশা (৬) নামের এক কন্যা শিশুর । উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগার হাটের পূর্ব ধর্মপুর গ্রামে নুরুল ইসলাম সওদাগরের বাড়িতে খেলারত অবস্থায় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে এ ঘটনাটি ঘটে।
শিশু মাইশা ওই গ্রামের নাছির উদ্দিনের কন্যা। এদিকে দুই শিশুর নিহতের ঘটনায় তাদের পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Leave a comment