সিলেটে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪, যার কারণে অধিকাংশ মানুষ এটি টের পাননি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর, তাই বাংলাদেশের অভ্যন্তরে ভূমিকম্পটি তেমন অনুভূত হয়নি। অভ্যন্তরীণভাবে মৃদু কম্পন হওয়ায় তাত্ক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা আতঙ্কের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানায়, এ ধরনের ছোট কম্পন প্রায়ই ঘটে ।
এর আগে, ২১ নভেম্বর দেশে তীব্র ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৭ , যা শিশুসহ ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক আহতের কারণ হয়ে দাঁড়ায়। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে নরসিংদীতে (৫ জন), ঢাকায় (৪ জন) এবং নারায়ণগঞ্জে (১ জন)।
ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়েন, কিছু ভবন হেলে পড়ে এবং ফাটল দেখা দেয়। বিশেষজ্ঞরা বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো প্রাকৃতিকভাবে চাপ মুক্ত করার প্রক্রিয়ার অংশ হতে পারে। তবে ভবনগুলোর নিরাপত্তা মান নিশ্চিত করা ও জরুরি প্রস্তুতি বজায় রাখা জরুরি।
Leave a comment