বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর এ বছরের স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বদরুদ্দীন উমর বলেন, “১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা পুরস্কারের জন্য মনোনীত করেছে, কিন্তু আমি কখনোই সেগুলো গ্রহণ করিনি। এবারও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তবে, এই পুরস্কার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়।”
এর আগে, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার বদরুদ্দীন উমরসহ আটজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে।
উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার এই পুরস্কার দিয়ে আসছে। তবে বদরুদ্দীন উমরের এ সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
Leave a comment