Home জাতীয় অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিল বিএনপি
অপরাধ

শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিল বিএনপি

Share
Share

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে দাখিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার দলটির পক্ষ থেকে ‘মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ’ বিষয়ক সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খানের স্বাক্ষরে একটি লিখিত আবেদন দাখিল করা হয়। এতে শেখ হাসিনাসহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অভিযোগে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মো. সালাহ উদ্দিন খান জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে বহু নেতাকর্মীকে পরিকল্পিতভাবে অপহরণ ও গুম করা হয়েছে। অভিযোগপত্রে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আলী খান, মো. জিল্লুর রহমান, আকিদুল আলী, খোরশেদ আলম, আশরাফ আলী, মো. বাবুল, এনামুল, এরশাদ আলী, মো. গিয়াস উদ্দিন খান, মো. কবির উদ্দিন খান ও নজরুল ইসলাম।

বিএনপির অভিযোগে বলা হয়েছে, এসব ব্যক্তিকে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে অপহরণ করে মাসের পর মাস, কখনো বা বছরের পর বছর আটকে রাখা হয়েছে। তাঁদের গোপন জায়গায়—আলোচিত ‘আয়নাঘর’সহ বিভিন্ন নির্যাতনকেন্দ্রে রেখে ভয়াবহ নির্যাতনের শিকার করা হয়। এ উদ্দেশ্য ছিল বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং দলীয় নেতাকর্মীদের মাঝে ভয়ভীতি ছড়িয়ে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করা।

বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার হওয়া প্রয়োজন। তাঁরা আশা করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব অভিযোগের যথাযথ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে।

এই অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে দলটি এ ধরনের অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করে আসছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুর্ভিক্ষে বিপর্যস্ত গাজা: অনাহারে মৃতের সংখ্যা ৩১৩

ইসরায়েলের অবরোধ ও চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। অপুষ্টি ও অনাহারের কারণে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের...

কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যাত্রীর

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে লরির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৫টার পর এ দুর্ঘটনা...

Related Articles

রিমান্ড শেষে কারাগারে হত্যা মামলার আসামি আফ্রিদি

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কনটেন্ট...

খাগড়াছড়িতে পর্যটক অপহরণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের চার নেতা বহিষ্কার

খাগড়াছড়িতে পাঁচ পর্যটক অপহরণের অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করেছে...

সাভার থেকে অপহৃত দশ মাসের শিশু পনেরো ঘণ্টা পর উদ্ধার

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে অপহৃত ১০ মাস বয়সী শিশু ইব্রাহীমকে ১৫...

শরীয়তপুরে বিএনপি নেতা হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আলমাস সরদার (৩২) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার...