কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে আজ শনিবার বিকেলে আয়োজিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিয়ে বলেন, গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে তিনি নিজেই প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের পক্ষের নন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৬–১৭ বছর ধরে বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে এসেছে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। তাঁর ভাষায়, “শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছেন, তিনি ভারতের প্রতিনিধি মাত্র। আওয়ামী লীগও প্রমাণ করেছে, তারা আসলে বাংলাদেশের রাজনৈতিক দল নয়, বরং অন্য দেশের একটি অঙ্গসংগঠন।”
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসবাদী ও মাফিয়া শক্তি’ আখ্যা দিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “তাদের ডিএনএতেই গণতন্ত্র ছিল না। দলটির রাজনৈতিক সংস্কৃতি ছিল একেবারেই ভিন্ন। ভিন্নমতের মানুষকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে হয়রানি করা, সাইবার আইনে গ্রেপ্তার করা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করাই ছিল আওয়ামী লীগের চর্চা।”
তিনি আরও বলেন, রাজনীতিতে বহুমত ও ভিন্নমত প্রকাশের অধিকারই গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি সেই সংস্কৃতিকে লালন করে। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যেসব সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তা আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি। তিনি জোর দিয়ে বলেন, “গণতন্ত্রের ভাষা হচ্ছে জনগণ যাকে ভোট দেবে, তিনিই এমপি নির্বাচিত হবেন। কিন্তু পিআর ব্যবস্থায় জনগণ জানতেও পারে না কাকে ভোট দিচ্ছে। জনগণ এই প্রহসন মেনে নেয়নি, নেবেও না।”
সম্মেলনে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হক। সঞ্চালনা করেন সদস্যসচিব মোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী।
সম্মেলনে যোগ দেওয়া হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি নেতারা দাবি করেন, বাংলাদেশে যেন আর কোনো সময় ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সে জন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা হবে।
Leave a comment