নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজিত পোদ্দার নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ীকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মনির নামের এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার রাতে লোহাগড়া পৌরসভার পোদ্দারপাড়ায় মালা টেলিকম দোকানে এ ঘটনা ঘটে। আহত সুজিতকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ঘটনার পরপরই সুজিতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। শনিবার সকালে অভিযান চালিয়ে মনিরকে ছুরিসহ গ্রেফতার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সুজিত পোদ্দার তার মালা টেলিকম দোকানে বসে কাজ করছিলেন। এ সময় মনির নামে এক যুবক দোকানে এসে মোবাইলের একটি আইডি নম্বর বের করে দিতে বলেন। সুজিত তাকে জানান, দোকানে থাকা যন্ত্রপাতি বা তথ্য দিয়ে ওই আইডি নম্বর বের করা সম্ভব নয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে মনির সঙ্গে আনা ধারালো ছুরি দিয়ে সুজিতের গলায় মারাত্মক আঘাত করেন। মুহূর্তেই দোকানজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সুজিতকে উদ্ধার করেন। লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুতর আহত সুজিতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পরপরই আমরা মনিরকে গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছি।”
তিনি আরও জানান, মনিরকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার পেছনের কারণ, পরিকল্পনা এবং মনিরের অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।
Leave a comment