Home আঞ্চলিক লোহাগড়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

লোহাগড়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম

Share
Share

নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজিত পোদ্দার নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ীকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মনির নামের এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার রাতে লোহাগড়া পৌরসভার পোদ্দারপাড়ায় মালা টেলিকম দোকানে এ ঘটনা ঘটে। আহত সুজিতকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ঘটনার পরপরই সুজিতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। শনিবার সকালে অভিযান চালিয়ে মনিরকে ছুরিসহ গ্রেফতার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সুজিত পোদ্দার তার মালা টেলিকম দোকানে বসে কাজ করছিলেন। এ সময় মনির নামে এক যুবক দোকানে এসে মোবাইলের একটি আইডি নম্বর বের করে দিতে বলেন। সুজিত তাকে জানান, দোকানে থাকা যন্ত্রপাতি বা তথ্য দিয়ে ওই আইডি নম্বর বের করা সম্ভব নয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে মনির সঙ্গে আনা ধারালো ছুরি দিয়ে সুজিতের গলায় মারাত্মক আঘাত করেন। মুহূর্তেই দোকানজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সুজিতকে উদ্ধার করেন। লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুতর আহত সুজিতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পরপরই আমরা মনিরকে গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছি।”

তিনি আরও জানান, মনিরকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার পেছনের কারণ, পরিকল্পনা এবং মনিরের অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভেনেজুয়েলার পর এবার কিউবাকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর অভিযানে আটক করার পর এবার কিউবার দিকে নজর ঘুরিয়েছে ট্রাম্প প্রশাসন। রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম...

পাবনায় ভাড়া বাসায় ঝুলছিল ছাত্রদল নেতার মরদেহ

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফসিউল আলম অনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি...

Related Articles

মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা...

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি 

ক্রিকেটারদের চলমান ধর্মঘট ও মাঠে নামতে অস্বীকৃতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...

হাদি হত্যার ‘মাস্টারমাইন্ডরা’ জানাজার সামনের কাতারেই ছিলেন—জুমা

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি...

পরিকল্পিত হত্যা নয়, তাহলে জুবিনের মৃত্যুর কারণ কি

গত বছরের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে রহস্যজনকভাবে মারা যান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন...