লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম।
আটককৃতরা হলেন—লতিফপুর গ্রামের ইমন হোসেন, আলমগীর হোসেন ও হুসাইন কবীর সেলিম। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। পরিবার থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওসি ফয়জুল আজীম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও চিহ্নিত করে গ্রেফতার করা হবে। আমাদের অভিযান চলছে।”
গত শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তিনি পশ্চিম লতিফপুর গ্রামের মনছুর আহমেদের ছেলে।
Leave a comment