রাজস্থানের কোটায় একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু অভিনেতা বীর শর্মা (১০) এবং তার বড় ভাই শৌর্য শর্মা (১৫) মারা গেছেন। রবিবার ভোররাতে বীর ও শৌর্য ড্রয়িং রুমে ঘুমাচ্ছিলেন। প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে ধোঁয়ায় তারা অচেতন হয়ে পড়েন। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ধোঁয়া দেখে দরজা ভেঙে তাদের উদ্ধার করেন, তবে হাসপাতালে নেওয়ার আগে দুই ভাই মারা যান।
কোটা শহরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতম বলেন, “দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” দুর্ঘটনার সময় বাবা একটি অনুষ্ঠানে এবং মা মুম্বাইয়ে ছিলেন। প্রতিবেশীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে ফায়ার সার্ভিসকে ডাকা হয়নি। ড্রয়িং রুম এবং কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বীর শর্মা টেলিভিশন ধারাবাহিকে শিশু অভিনেতা হিসেবে কাজ করতেন। তার বাবা জিতেন্দ্র শর্মা কোচিং সেন্টারে রসায়নের শিক্ষক এবং বড় ভাই শৌর্য ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মা রীতা শর্মা মুম্বাইয়ে কাজ করেন।
পরিবার জানিয়েছে, নিহত দুই ভাইয়ের মরদেহ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বীর-শৌর্যের মরণোত্তর চক্ষুদান করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়ন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
Leave a comment