কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচোঁ গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র দাস (সুধীর বাবু) মারা গেছেন। মঙ্গলবার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে অর্জুন চন্দ্র দাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুরে বাবার মৃত্যু হয়। একই রাতে গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
২০২১ সালের ৮ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী মীর হোসেন সওদাগরের জানাজায় অংশ নিয়েছিলেন সুধীর বাবু। সেই সময় গুণবতী বাজারে জানাজার ভিড়ের মাঝে পেছনে একটি গাছের গুঁড়িতে বসে তিনি চোখের জল ফেলছিলেন। ওই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
দুই ধর্মের মানুষ হলেও তাদের অকৃত্রিম বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠে সেই ছবি, যা ছড়িয়ে পড়েছিল সারাদেশে।
অর্জুন চন্দ্র দাস বলেন, “আমার বাবা আর মীর হোসেন চাচা ছিলেন আজীবনের বন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে খেলা, আড্ডা—সব কিছুতেই ছিলেন তারা পরস্পরের সঙ্গী। বাবার জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল মীর চাচার মৃত্যু। তখন থেকেই তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন।”
গ্রামবাসীর কাছে সুধীর বাবু শুধু একজন ভালো মানুষই নন, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন।
Leave a comment