মালয়ালম সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১’-এর সফলতার পরে এবার দক্ষিণী সিনেমা ‘মিরাই’ বক্স অফিসে ঝড় তুলেছে। কার্তিক ঘাট্টামানেনির পরিচালিত তেলেগু ছবিটি শুক্রবার মুক্তির পর মাত্র দুই দিনে ৫৫ কোটি রুপি আয় করেছে। প্রথম দিনের আয় ছিল ১৩ কোটি রুপি, যা দ্বিতীয় দিনে বেড়ে ১৪ দশমিক ৫ কোটি রুপি হয়েছে। ভারতের ছুটির দিন আজ রোববার ছবিটির আয় আরও বাড়ার আশা করা হচ্ছে।
সিনেমার মূল কাহিনিতে বেদা প্রজাপতি (তেজা সাজ্জা) ভাগ্যগুণে ‘সুপার যোদ্ধা’ হিসেবে আবির্ভূত হন। তার প্রতিপক্ষ মহাবীর লামা বা ‘ব্ল্যাক সোর্ড’ (মঞ্চু মনোজ) অমরত্বের রহস্য বহন করা সম্রাট অশোকের নয়টি গ্রন্থ দখল করতে চায়। বেদার হাতে আসে ভগবান রামের অলৌকিক অস্ত্র ‘মিরাই’, যার মাধ্যমে সে মহাবীরকে রুখে দাঁড়ায়। গল্পের সমাপ্তি সিকুয়েলের সম্ভাবনার আভাস দিয়ে শেষ হয়।
প্রকাশের পর সিনেমাটি সাধারণ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তেজা সাজ্জার অভিনয়, ট্রেন অ্যাকশন, যুদ্ধের দৃশ্য এবং বেদার পরিচয় প্রকাশের দৃশ্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। গৌর হরির আবহসংগীতও সমালোচকদের নজর কাড়েছে। চিত্রগ্রাহক থেকে পরিচালক হয়ে ওঠা কার্তিক ঘাট্টামানেনিও প্রশংসা কুড়িয়েছেন।
Leave a comment