মিয়ানমারের মধ্যাঞ্চলের চাউং উ টাউনশিপে এক উৎসব ও বিক্ষোভ অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ৮০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) এএফপি জানিয়েছে, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আয়োজক কমিটি এই তথ্য নিশ্চিত করেছেন। হামলার সময় শত শত মানুষ থাদিংগ্যুত পূর্ণিমা উৎসব এবং এক বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করছিলেন।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজক কমিটির এক নারী সদস্য জানান, সন্ধ্যা ৭টার দিকে জনসমাগমের উপর বিমান থেকে বোমা ফেলা হয়। কমিটির সতর্কবার্তার ফলে কিছু মানুষ পালাতে সক্ষম হলেও অনেকেই হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একটি মোটরচালিত প্যারাগ্লাইডার জনসমাগমের ওপর দিয়ে উড়ে গিয়ে দুটি বোমা ফেলে। আঘাতের ফলে অনেক শিশু সহ নিহতদের দেহ ভেঙে ছিন্নভিন্ন হয়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যমও নিহতের সংখ্যা ৪০ জন হিসেবে নিশ্চিত করেছে। এ হামলার বিষয়ে এখন পর্যন্ত সামরিক জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত, যেখানে গণতন্ত্রপন্থি বিদ্রোহীরা বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে মিলিত হয়ে সেনা সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। এই হামলা দেশটিতে চলমান সহিংসতা ও মানবিক সংকটের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
Leave a comment