মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বাইলজুরি ঘোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোশাররফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল বাইলজুরি ঘোনাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হলে তাদের হেফাজত থেকে হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ইটাহারী এলাকার নিয়াজ উদ্দীনের ছেলে মো. হাবিবুর রহমান (৩৯) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুড়ি এলাকার ভাষান মোল্লার ছেলে মো. আফজাল হোসেন (৪২)। পুলিশ বলছে, তারা দুজনই একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।
পরিদর্শক মোশাররফ হোসেন জানান, হাবিবুর রহমান ও আফজাল হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। “দীর্ঘদিন ধরে তারা মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তাদের নেটওয়ার্কের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে,” বলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পরপরই উদ্ধার করা আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে তাদের ঘিওর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a comment