ময়মনসিংহে এক কিশোরীকে (১৩) অপহরণ করে ধর্ষণের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মো. রবিউল বিশ্বাস (২৫) ও মো. আজহারুল (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) রাত দুইটার দিকে জেলার হালুয়াঘাট পৌর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।
ভুক্তভোগী কিশোরী ঢাকার পল্লবী থানা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। অভিযুক্ত রবিউল বিশ্বাস রাজবাড়ী সদর উপজেলার ও আজহারুল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, রবিউল ঢাকার পল্লবী থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ওই কিশোরী স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে রবিউল নিয়মিত উত্ত্যক্ত করতেন। তার প্রেমের প্রস্তাবে সারা না দেওয়ায় গত ২৫ জুন সন্ধ্যা ৬টার দিকে কিশোরীকে বাসার সামনে থেকে রবিউলসহ তার সহযোগীরা জোর করে অপহরণ করে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে কিশোরীর বাবা হালুয়াঘাটে আজহারুলের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় ৭ জুলাই কিশোরীর বাবা বাদী হয়ে ঢাকার পল্লবী থানায় অপহরণসহ ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ঘটনাটি আমাদের নজরে আসলে অপহরণকারীদের আইনের আওতায় আনতে চেষ্টা চালানো হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রবিউল ও আজহারুলের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের ।
Leave a comment