ঈদের কেনাকাটায় ব্যস্ত দুই ব্যবসায়ী পরিবার, তালাবদ্ধ বাসায় হানা দিল চোরের দল। ঢাকা লালবাগের দুটি পৃথক ভবনে একই রাতে ঘটে যায় ভয়াবহ চুরির ঘটনা। বাসায় ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান, তালা ভেঙে চোরেরা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। বাসার সিসিটিভিতে চার চোরের ছবি ধরা পড়লেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
ঘটনাটি ঘটে ১৫ মার্চ রাতে। ব্যবসায়ী রিয়াদ উদ্দিন তাঁর স্ত্রী আইরিন আক্তারকে নিয়ে সন্ধ্যা সাতটায় ঈদের কেনাকাটায় বের হন। মধ্যরাতে বাসায় ফিরে তাঁরা দেখতে পান, দরজার তালা ভাঙা, ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ওয়ার্ডরোব খুলে দেখা যায়, স্বর্ণালংকারের ব্যাগ উধাও। স্ত্রীর কান্নার মাঝেই রিয়াদ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, বিয়ের সময় কেনা সাড়ে তিন ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে। অথচ পুলিশের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
একই সময়ে পাশের আরেকটি ভবনে ঘটে যায় আরেকটি চুরির ঘটনা। নিউমার্কেটের ব্যবসায়ী স্বপন ইসলামও ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলেন। তাঁর স্ত্রী আসমা দুই সন্তানকে নিয়ে সন্ধ্যার পর কেনাকাটায় বের হন। মধ্যরাতে বাসায় ফিরে দরজার তালা না দেখে স্তম্ভিত হন তাঁরা। বাসার সিসিটিভি পর্যন্ত খুলে নিয়ে গেছে চোরের দল। আলমারির তালা ভেঙে ব্যবসার পুঁজির ছয় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে চোরেরা। হতাশায় ভেঙে পড়েন স্বপন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ ঘটনায় লালবাগ থানায় মামলা হলেও এখনো কোনো গ্রেপ্তার হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোর ধরতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের উদাসীনতায় চোরেরা নির্ভয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ব্যবসায়ী ও পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন।
Leave a comment