ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব আশুলি এলাকার মিঝি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোসা. সানজিদা আক্তার (৮) ও মোসা. সামিরা (৭)। তারা ওই বাড়ির মোসলেহ উদ্দিন ও মো. আলাউদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদরাসা থেকে ফিরে দুই বোন পুকুরে গোসল করতে নামে। পরে দীর্ঘসময় তাদের দেখা না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের ঘাটে তাদের জামা-কাপড় পড়ে থাকতে দেখে পানিতে নেমে খোঁজ করেন স্বজনরা। কিছুক্ষণ পর দুই শিশুকে পানির ভেতর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Leave a comment