যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল তেল হস্তান্তর করবে।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং উপার্জিত অর্থ তার নিয়ন্ত্রণে থাকবে। তিনি নিশ্চিত করবেন যে, এই অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ‘জনগণের কল্যাণে’ ব্যবহৃত হয়।এছাড়া, মার্কিন তেল কোম্পানিগুলো ১৮ মাসের মধ্যে ভেনেজুয়েলায় উৎপাদন শুরু করতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন ট্রাম্প।
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেল শিল্প পুনরুজ্জীবনে যে বিপুল বিনিয়োগ প্রয়োজন তা আমেরিকান কোম্পানিগুলোই করবে এবং পরবর্তীতে সেই অর্থ ফেরত দেওয়া হবে। তবে তার বিশ্বাস, ১৮ মাসের আগেই উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।
সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার ক্ষয়িষ্ণু তেল অবকাঠামো দ্রুত সচল করতে সক্ষম।
তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন পূর্বের মাত্রায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় এবং শত শত কোটি ডলার বিনিয়োগের প্রয়োজন হবে। শুধুমাত্র শেভরন কোম্পানি বর্তমানে সীমিত পরিসরে সেখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি
Leave a comment